
ছুটিতে এসেছিল মা বাবার কাছে, নিখোঁজের পর মিলল বস্তাবন্দী লাশ
খবর ডেস্ক :
অপহরণের পর ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে তের বছরের এক শিশুকে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিশুটি নানার বাড়ি থেকে ছুটিতে মা–বাবার কাছে বেড়াতে এসেছিল। নিখোঁজের একদিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর ইপিজেড থানার আয়েশার মার গলি থেকে মো. আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়।
আবদুল্লাহর বাবা মাহমুদ হোসেন তালুকদার আজাদীকে জানান, তিনি ও তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। আলী শাহ মসজিদ মাজার গলিতে তাদের বাসা। আবদুল্লাহ ঝালকাঠির মঠবাড়িয়া উপজেলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ছুটিতে চট্টগ্রামে এসেছিল সে। বুধবার সকালে বাবা–মা কাজে যাওয়ার পর আবদুল্লাহ বাসা থেকে বের হয়েছিল। সন্ধ্যায় তারা বাসায় ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে অচেনা একটি নম্বর থেকে আবদুল্লাহর বাবাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আবদুল্লাহর বাবা বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ছেলে হারানোর বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। যে নম্বর থেকে টাকা চেয়ে ফোন করা হয়েছিল, সেটি পরে বন্ধ পায় পুলিশ। বৃহস্পতিবার সকালে ‘আয়েশার মা’র গলি এলাকায় দুই ভবনের মাঝে একটি সরু গলিতে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আবদুল্লাহর মৃতদেহ পায়। ইপিজেড থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।