হযরত মুহাম্মদ (স:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও ভারতের বিজেপি নেতার সমর্থন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে শুক্রবার (০৪ অক্টোবর) আসরের নামাজ শেষে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে তারা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান” “রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান” “নারায়ে তাকবির আল্লাহু আকবর” সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে ট্রাফিক মোর চত্বরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাগেরহাট জেলা সেক্রেটারি মুফতি তরিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মাওলানা শাহজালাল সিরাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

এ সময় বক্তব্যে তাদের নেতাকর্মীরা ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার বন্ধ ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আজকে আমরা মহানবী (সা:)এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জড়ো হয়েছি। রাসুলুল্লাহ্ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে তাকে সম্মানিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে।

ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবী (সা.) -কে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই।

তিনি বলেন, শাতিমে রাসুলেরা রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন শাতিমে রাসুলদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করেন এই দাবিও জানান।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা শেখ নাসিরুল্লাহ ,সহ সভাপতি মুফতি শেখ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি আদিবুর রহমান, যুগ্ম সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, ছাত্রনেতা হুসাইন আহমদ, যুব নেতা আবু বকর, যুবনেতা মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে বাগেরহাটের মোংলায় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা মোংলা পৌর শহরের শাপলা চত্বরে মোংলা উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে একত্রিত হয়ে পৌর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা আরো বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র।

সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন, চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।

প্রসংগত: ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনাম হয়েছিলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের রামগিরি মহারাজ নামে এক পুরোহিত। পরবর্তীতে এ মাসের শুরুতে এই পুরোহিতের সমর্থনে ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগরে অনুষ্ঠিত এক সভার বক্তব্যে দেয় রাজ্যটির ক্ষমতাসীন দলের নেতা।ই

মন্তব্য করুন