হবিগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সরকারি বৃন্দাবন কলেজের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। নিমিষের মধ্যে শিক্ষার্থীদের ঢল নামে অনুষ্ঠানস্থলে।

এ সময় তারা সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয়। তখন পুলিশ ও বিজিবি আদালতের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা দেড়টায় একদল আইনজীবী এসে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আইনজীবীদের পক্ষে বক্তৃতা করেন- নূরুল ইসলাম, সরকার শহীদ, নুরুল হক, আফজাল হোসেন, আজিজুর রহমান আজিজ ও গোলজার খান প্রমুখ। পরে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।যু

মন্তব্য করুন