
খবর ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ার কোনাখালীতে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে ৩ বন্ধু ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটলেও গতকাল শনিবার সকালে থানায় মামলা দায়েরের পর বিষয়টি প্রকাশ পায়।
পুলিশ এই ঘটনায় জড়িত আবদুল্লাহ বিন খালেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আবদুল্লাহ কোনাখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের স্বামী পরিত্যক্তা নারীর সাথে কোনাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম খোকনের সাথে পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে গত বৃহস্পতিবার বিকেলে শহীদুল ইসলাম প্রলোভন দেখিয়ে ওই নারীকে ইজিবাইকে তুলে কোনাখালী নিয়ে যায়। তাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে রাতে কোনাখালীর পাঁচ নম্বর ওয়ার্ডের বালুর ডেইল এলাকায় বেড়িবাঁধের উপর নিয়ে তিন বন্ধু মিলে গণধর্ষণ করে। এ সময় কেড়ে নেওয়া হয় ওই নারীর মোবাইল। এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় ভিকটিমের জবানবন্দী নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ঘটনায় গ্রেপ্তার আবদুল্লাহকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়। অন্য দুইজনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।