স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখাই ছিল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ : আরবি বিশ্ববিদ্যালয় ভিসি

খবর ডেস্ক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি বাঙালি জাতির জন্য অনুরাগ-বিরাগের উর্ধ্বে গিয়ে দেশ ও রাষ্ট্রের উন্নয়নের সকল ক্ষেত্রেই প্রাসঙ্গিক। তার এ ভাষণটি সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ ভাষণকেও ছাড়িয়ে গেছে। পাক বর্বরতা রুখে দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখাই ছিল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।’ গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ৭ মার্চ না হলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না। বঙ্গবন্ধু মূলত ৭ মার্চেই এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার এ ভাষণের প্রতিটি শব্দ মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে। আর এরই ধারাবাহিকতায় ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র লাভ করতে সমর্থ হয়েছি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এসএম এহসান কবীর। এছাড়াও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আব্দুর রশীদ গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এসএম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছাসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন