সৃজিত- মিথিলা পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি।
1 min read
সৃজিত- মিথিলা পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি। বাংলাদেশ এর খ্যাতিনামা অভিনেত্রী মিথিলা ও তার স্বামী সৃজিত মুখোপাধ্যায় মহাষ্টমীর অঞ্জলি দিলেন কলকাতার একটি পূজা মণ্ডপে। এ সময় সঙ্গে আরো ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন।
দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও নুসরাত জাহানের বিয়ের পর এটাই প্রথম পূজা। তাই তো এই পূজাকে ঘিরে কত আয়োজন। পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজার উপহারও।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজা মণ্ডপে পৌঁছান এই দুই তারকা জুটি।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা পূজা মণ্ডপে ঢাক ঢোল বাজিয়েছেন অষ্টমীর দিন।
পূজামণ্ডপে সৃজিত-মিথিলা দম্পতির সঙ্গে দেখা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন।
তাদের সেই ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি শুভ মহাষ্টমী শিরনাম করে।
সৃজিত মুখার্জিকে দেখা যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক। মিথিলাকে দেখা যায় গাড় ও সাদা পাড়ের শাড়ি পরা, আর মুখে
ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেও দেখা যায় জামদানি শাড়িতে এবং মাস্ক পরিহিত অবস্থায় আরতিতে অংশ নিতে।
তার আগে করোনার বাধা পেরিয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়ক পথে শ্বশুর বাড়ি গিয়েছিলেন মিথিলা।
মিথিলা পূজা নিয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন এটা আমার প্রথম পূজা নয়। গত বছরও দুই-তিন দিন পূজার সময় কলকাতায়
পুজায় ছিলাম। তবে বিয়ের পর এটা আমার প্রথম পূজা।
মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর ঢাক বাজালেন নিখিল জৈন ও সৃজিত। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ তারা সেখানে ছিলেন। মহাষ্টমীর পূজা দেখেন নুসরাত ও মিথিলা। পূজায় অংশ নিয়েছিলেন তারা। বাংলাদেশ এর অভিনেত্রীর বিয়ের প্রথম বছরের পূজা, তাই কলকাতার পূজা দেখা নিয়ে একটু বেশি উৎসাহী ছিলেন মিথিলা।