সীমান্তের শুন্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তের শূণ্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দু’দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ নাগাদ এ সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি নিশ্চিত করেছেন।

জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এর মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোন এর কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ই

মন্তব্য করুন