
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডে শাহানা আক্তার প্রকাশ শানু নামে ১ প্রতিবন্ধীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ৯ এপ্রিল, বুধবার গভীর রাত তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্বলালানগর এলাকায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই পুড়ে সব শেষ হয়ে যায়।
অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতির সংবাদ পেয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক কমিশনার মোঃ তাহের, সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী, বারৈয়াঢালা ইউনিয়ন আমীর মাষ্টার মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসাইন, যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ, ক্ষতিগ্রস্থেরর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং সাধ্যনুযায়ী সহযোগীতার করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত অগ্নিকান্ডের কারন জানা যায়নি।