
নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডে নিখোঁজের ১০ দিনও সন্ধান মিলেনি স্কুল পড়ুয়া ছাত্র মোঃ খায়রুল ইসলাম (১৬) এর। সে সীতাকুণ্ড ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
এ বিষয়ে ১৩ নভেম্বর বুধবার নিখোঁজ স্কুল শিক্ষার্থী খায়রুলের মা সেলিনা আক্তার সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেন। জিডি নং- ৭১১/২০২৪ইং।
জিডিতে উল্লেখ করা হয় তাঁর ছেলে খায়রুল ইসলাম গত ০৩ নভেম্বর ২০২৪ইং সকাল ৯ টায় বাড়ী থেকে বের হয়ে এখনও পর্যন্ত সে আর বাড়ী ফিরে আসেনি। এরপর তার স্বজনরা সীতাকুণ্ড সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজা খুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। সে সীতাকুণ্ড পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মোঃ খোকনের পুত্র।