
নিজস্ব প্রতিনিধি : সিএমপিতে যে চেয়ারে বসে পুলিশ কমিশনার হিসেবে সাধারন মানুষের সেবা করেছিলেন বাবা এম আজিজুল হক, সেই চেয়ারে বসছেন সুযোগ্য সন্তান ডিআইজি হাসিব আজিজ। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
বাবার মতই সৎ, মেধাবী ও যোগ্য কর্মকর্তা ডিআইজি হাসিব আজিজ। তার বাবা এম আজিজুল হক আইজিপি হিসেবে অবসরে যান। পেশাদার, সৎ ও যোগ্য কর্মকর্তা হিসেবে সকলের কাছেই গ্রহন যোগ্যতা ছিল তার। ১৯৮২ সালে এম আজিজুল হক সিএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন। তিনি ২০২২ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসিব আজিজের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।ই