সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয় দাবী

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ-এর নামে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সম্প্রতি একটি ফটোকার্ডে আইজিপির নামে উল্লেখ করা হয়েছে— “গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়”। তবে পুলিশ সদর দফতর জানিয়েছে, আইজিপি কখনোই এ ধরনের মন্তব্য করেননি।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সদর দফতরে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে উক্ত ফটোকার্ড তৈরি করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।ই

মন্তব্য করুন