সাতকানিয়া-বান্দরবান সীমান্ত এলাকায় বৃদ্ধ দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

সন্ত্রাসী হামলায় আহতরা
নিজস্ব প্রতিনিধি : বান্দরবান ও সাতকানিয়ার সীমান্তবর্তী হলুদিয়া এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ন বৃদ্ধি পেয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে এক বৃদ্ধ দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়েছে বেপরোয়া সন্ত্রাসীরা। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) এ ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বাকরআলী বিল এলাকার হারেস্যার ডেবা গ্রামের বাসিন্দা হাফেজ আহমদ (৫৫) নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এতে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের কাইচতলী গ্রামের নুর মোহাম্মদ এর পূত্র মোঃ রুবেল (৩৪) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা জানালে হাফেজ আহমদের বাড়িতে দিন-দুপুরে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তাদের হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপাকুপি শুরু করলে হাফেজ আহমদ ও তার স্ত্রী বানু বেগম এবং কন্যা তানিয়া আক্তার মারাত্মক জখম প্রাপ্ত হয়। আহতের উদ্ধার করে স্থানীয়রা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত বানু বেগমের শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি চমেকে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সন্ত্রাসী রুবেল ইসলাম এর নেতৃত্বে হামলাকারীদের মধ্যে ছিলেন- নুর মোহাম্মদের পূত্র জাহেদুল ইসলাম (৩০), মৃত মোক্তার আহমেদের পূত্র মোঃ বেলাল (৩৮), আব্দুছ ছালাম এর পূত্র মোঃ এহছান (২৪), শহিদুল ইসলাম (৩৫) ও মোঃ সোহেল (৩০) সহ অজ্ঞাতনামা আরো অনেকে।
এদিকে এ বিষয়ে ভোক্তভূগী হাফেজ আহমদ বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।
এবিষয়ে অভিযুক্ত বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নায়।
এদিকে সাতকানিয়া থানার এসআই খায়রুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন