
সাতকানিয়ার রোজমর পাড়ায় ৩৪তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২দিন ব্যাপী এই মাহফিল রুপালী ও একতা সংঘের উদ্দ্যােগে ১ম অধিবেশনের সূচনা হয়। পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ রোজমর পাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে দেশবরণ্য আলেম ওলামারা বক্তব্য রাখবেন।
২য় দিবস: ১০ জানুয়ারী ২৫ ইংরেজী, জুমাবার
দ্বিতীয় অধিবেশনঃ বাদে মাগরিব হতে রাত ১২টা পর্যন্ত
সভাপতি
* আলহাজ্ব মাওলানা আবুল কাসেম সাহেব, প্রিন্সিপ্যাল, কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা, লোহাগাড়া।
প্রধান অতিথি
* জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগর।
বিশেষ অতিথি
* হযরত শাহ্ আলহাজ্ব মাওলানা আবদুল হাই নদভী সাহেব, পীর সাহেব, বায়তুশ শরফ, চট্টগ্রাম।
* আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক, উপজেলা চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা পরিষদ।
তেলাওয়াতে কুরআন: হাফেজ ক্বারী মোহাম্মদ হারুন, শিক্ষক, ছমদর পাড়া মাদ্রাসা, হেফজ বিভাগ।
না’তে রাসুল (সঃ) : জয়নাল আবেদীন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, বৈশাখী টিভি, ঢাকা।
ইসলামী সংগীত ৪ গাজী আনাস রওশান, হ্যাভেন টিউন, জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠক, ঢাকা।
আলোচক
* মাওলানা এ. এম. হাসিবুর রহমান, সিলেট।
বিষয়ঃ “মুশরিক, মুনাফিক ও মুরতাদ এর পরিচয়” ও উভয় জগতে তাদের পরিণাম বর্ণনা।
* মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, খতিব, নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদ, চট্টগ্রাম।
বিষয়: মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব এর বিশদ বিবরণ। এ দায়িত্ব পালনে অবহেলার ভয়াবহ পরিনতি।
* মাওলানা মুফতি কাওছার আহমদ জিহাদী, ঢাকা।
বিষয়ঃ দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরামের অনুসরণ, অনুকরণ। তাঁরা কি ধরনের ত্যাগ স্বীকার করেছেন জাতির কাছে তুলে ধরা।
* মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ঢাকা।
বিষয়ঃ বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানবী (সঃ) এর আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা।
কুরআন ও হাদীসের আলোকে এর বিশদ ব্যাখ্যা।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।