সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি বক্কর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোঃ আবু বক্কর (৩৯) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (০৯ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের এলাইট হসপিটাল এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মং থোয়াই ও এসআই মাহবুবুল হকের দল।

এসময় এলাইট হসপিটালের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে মাদক কারবারি মোঃ আবু বক্করকে আটক পরবর্তী তার দেহ তল্লাশী করে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আবু বক্কর সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জনার কেওচিয়া এলাকার মোঃ আবদুস সোবহানের পুত্র।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মোঃ আবু বক্করের বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন