সাতকানিয়ায় ২ অটোরিক্সার সংঘর্ষে নগদের কর্মকর্তা আরমান নিহত

নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়ায় সিএনজিচালিত ২টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নগদের এক ডিএসও নিহত হয়েছে। নিহতের নাম আরমান হোসেন (২৮)। ২২ সেপ্টেম্বর, রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিলেও বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত আরমান হোসেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়ার আমানত উল্লাহ চৌকিদারের পুত্র।

নগদ’র সাতকানিয়ার ডিস্ট্রিবিউটর মোঃ কামরুল হাসান সাংবাদিকদের জানান, আরমান হোসেন নগদ’র সাতকানিয়ার ঠাকুরদিঘী থেকে ছমদিয়া পুকুর পাড় পর্যন্ত এলাকার ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। আরমান রবিবার সকালেও অন্যান্য দিনের মতো প্রথমে কেরানীহাটস্থ অফিসে আসে।

পরে কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ঠাকুরদিঘী এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আরমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াই টার দিকে আরমান মারা যায়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ ইরফান জানান, এ ধরনের কোন দূর্ঘটনার খবর এখনও পাই নাই।আ

মন্তব্য করুন