সাতকানিয়ায় যুবলীগ নেতা মিন্টু আটক

মো: রফিক (ভ্রাম্যমান) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু (৩৫) অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে।

সাতকানিয়া থানার সাব-ইন্সপেক্টর রোমান হোসেন ১৯ সেপ্টেম্বর, জুমাবার সন্ধ্যায় তাকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রাজমহল ক্লাব হতে গ্রেপ্তার করেন।

মিন্টু একই ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদের পুত্র।

সাতকানিয়া থানার এস আই রোমান হোসেন বলেন, “যুবলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে দুইটি মামলা আছে। একটি মার্ডার। আরেকটি নিয়মিত মামলা।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।

মন্তব্য করুন