সাতকানিয়ায় মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে মাদকসেবনে বাধা প্রদান করায় ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে মারধরের অভিযোগে ২১ আগস্ট মানববন্ধন করে। মিজান ও হাসান নামে ব্যক্তিরা এ হামলা করে বলে অভিযোগ করে। উক্ত হামলার বিষয়ে ঐদিন বুধবার সকাল ১১ টায় কেরানীহাট-বান্দরবান মহাসড়কের ২নং ব্রিজ এলাকায় হামলার বিচারের দাবিতে এ মানববন্ধ ও মাদককারবীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। বিগত দিনে তারা এ অপকর্ম করে গেলেও অধরা থেকে যায়। তাঁদের সহযোগীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। উপস্থিত ব্যক্তিরা উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের কে বিচারের দাবি জানাই ।

এসময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নরুল নবী, নুরুল আমিন মেম্বারসহ কেঁওচিয়া ৪নং ওয়ার্ড মাইজপাড়ার সর্বস্তরের জনসাধারণ।

মন্তব্য করুন