
পাহাড় কাটার দায়ে ৩ জন আটক, দুটি ডাম্পার জব্দ
খবর ডেস্ক :
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।
এ সময় পাহাড় কাটার দায়ে ৩জনকে আটক করা হয়। এ সময় পাহাড়ের মাটি পরিবহনে ব্যাবহৃত ২টি ডাম্পার জব্দ করা হয়েছে।
১৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের বলেন, সোমবার বিকালে পদুয়া রেঞ্জ এর অধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতায় থাকা সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালীন সময়ে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় ভূমিদস্যু কর্তৃক অনুপ্রবেশ করে সংরক্ষিত পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে পাচারের সময় পাহাড়ের মাটি বোঝাই ২টি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃত ৩ জনকে বন আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।