
খবর ডেস্ক :
সাতকানিয়া থানায় নতুন ওসি প্রিটন সরকার। তিনি গত ১৩ নভেম্বর সাতকানিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তিনি সাতকানিয়ায় যোগদানের পূর্বে পটিয়া থানায় ছিলেন। সূত্রে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইয়াসির আরেফাতকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি ওসির পদোন্নতির পূর্বে সাতকানিয়া থানায় এস আই হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দোহাজারী হাইওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে প্রিটন সরকার ২০০৬ সালে এসআই পদে চাকরিতে যোগদান করেন। তাহার প্রথম কর্মস্থল হচ্ছে খুলনায় (কেএমপি)। এরপর ২০০৯ সাল থেকে ২০২২ইং পর্যন্ত চট্টগ্রাম নগরীর (সিএমপি)র বিভিন্ন থানায় এসআই তদন্ত পরিদর্শক ও ওসির দায়িত্ব পালন করার পর মাগুরার শ্রীপুর থানায় বদলি হন। সেখান থেকে বদলি হয়ে ২০২৩ ইং পটিয়া থানায় যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে ১৩ নভেম্বর সাতকানিয়া থানায় যোগদান করেন। উল্লেখ্য বর্তমান সাতকানিয়া হচ্ছে আলোচিত এলাকা, এখানে দক্ষতা, বিচক্ষনতা, সততা ও সাহসিকতার প্রয়োজন। এখানে ভাল মানুষের পাশাপাশি রয়েছে টাউট-বাটপার, প্রতারক, ভূমিদস্যু, দালাল, চাঁদাবাজ, সন্ত্রাসী ও তদবিরকারি, রয়েছে রাজনৈতিক কোন্দল ও গ্রুপিংও। এসব লোককে দমন কিংবা দাবিয়ে শৃংখলায় রাখা গেলে কর্ম দক্ষতায় সুনাম অর্জন করতে তেমন কঠিন হবেনা মনে করেন সচেতন মহল। এখানে সাধারন লোকজন ও মেহনতি মানুষই তাই মনে করে।