সাতকানিয়ায় আশফাক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর চরপাড়া পহেলা কাজী বাড়ির বাক প্রতিবন্ধী আশফাক হত্যা খুনি তার আপন চাচা আবু শাদাতকে গ্রেফতারের দাবীতে গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২জুলাই ২০২৪ইং, মঙ্গলবার সকাল ১১ টার সময় আনু ফকির দোকান এলাকায় সাতকানিয়া- বাঁশখালী সড়কের পাশে দাঁড়িয়ে প্রায় শতাধিক গ্রামবাসীদের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এসময় নিহত আশফাকের পিতা কাজী আবু হানিফা বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার সন্তানকে হত্যা করার পরিকল্পনা নিয়ে গত ১২ মে আমার ছেলে আশফাকের উপর নির্মম হামলা চালায় আমার আপন ছোট ভাই আবু শাদাত। এর পর আহত অবস্থায় আমরা থানায় আশ্রয় নিলে থানা কতৃপক্ষ ছেলেকে আগে বাঁচাতে চিকিৎসা করার পরামর্শ দেয়। পরে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এর পর গত ২৮ জুন আমার ছেলে যন্ত্রণা সহ্য করতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এটি একটি হত্যাকান্ড, আমাকে সে সন্তান হারা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই, ফাঁসি চাই।
এরি সাথে সংশ্লিষ্ট ঘটনার জড়িত ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই উপস্থিত গ্রামবাসীরা।

মন্তব্য করুন