সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত পাল্টালেন।
1 min read
সাকিব আল হাসান
সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত পাল্টালেন।। সকল প্রকার ক্রিকেট নিষেধাজ্ঞায় পড়ার পর নিজের অবসর ভাবনায় পরিবর্তন করলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপে নিজের অতিমানবীয় পারফরম্যান্স ও অবসর সম্পর্কে ধারণা বদলেছেন জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান। বিশেষ করে নিজের সকল ভক্তদের উদ্দেশে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা বিশ্বসেরা ক্রিকেট তারকা এই অলরাউন্ডারের।
সম্প্রতি ক্রিকবাজে হার্শা ভোগলের কাছে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি মনে করি আরও কিছু বছর বাকি আছে আমার।
এই এক বছর (নিষেধাজ্ঞার) আমার প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে যে আরও লম্বা সময় আমি খেলতে পারব।
পরিবার ও অন্য সবকিছু মিলিয়ে একটা সময় আমি ভেবেছিলাম, হয়ত আর বছর দুয়েক খেলব।
কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার পর এবং বিশ্বকাপে যেমন খেলেছি, তারপর আমার মনে হচ্ছে, আমি আরও বেশিদিন খেলতে পারি।
জুয়াড়ির কাছ থেকে তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এরই মধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে তাঁর। ফর্ম এবং ফিটনেস ঠিক থাকলে অন্তত তিন বছর খেলে যেতে চান তিনি।
সাকিব আরও বলেন, ‘আমি ভাবছি, অন্তত আরও তিন থেকে পাঁচ বছর যেতে পারি।
তবে সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্স ও ফিটনেসের ওপর।
এই দুটিই গুরুত্বপূর্ণ। তবে যতদিন উপভোগ করছি, খেলে যাব। এই সময় ও এই পরিস্থিতি আমার ভাবনা পুরোপুরি বদলে দিয়েছে।
আরো পড়ুনঃ আমাদের খবর।
আগে আমি দেশের জন্য, আমার নিজের জন্য, পরিবারের জন্য খেলতাম। এখন একটি কথাই ভাবি, সমর্থকদের প্রতিদান কীভাবে দেব? গত ১২-১৫ বছর যে মানুষগুলো আমাকে সমর্থন দিয়ে এসেছেন। আমার এই কান্ডে তারা যেভাবে হতাশ হয়েছে, কীভাবে তাদের প্রতিদান দিতে পারি।