সাংবাদিকদের উদ্দেশ্য, জনপ্রিয় চলচিত্র নায়িকা শাবানা

ফেইজবুক ডেস্ক : একটা কথা কি জানেন। বহু বছর হলো দেশে যাইনি, থাকি আমেরিকায়। অথচ কিছু সাংবাদিক আমার নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়াচ্ছেন—আমি নাকি দেশে এসেছি, গোপনে ঘুরে বেড়াচ্ছি! এসব শুনে আমি শুধু অবাকই হই না, কষ্টও পাই। সাংবাদিকতা মানে কি মানুষের জীবন নিয়ে মিথ্যে গল্প বানানো? মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো?

আমি জানতে চাই—আপনারা কি খেয়ে দেয়ে আর কোনো কাজ পান না? দেশের হাজারো সমস্যা, মানুষের হাজারো কষ্ট, সমাজের অগণিত খবর থাকতে আপনাদের বিষয়বস্তু ফুরিয়ে গেছে? সত্যিকারের ঘটনা, বাস্তব সমস্যা, মানুষের আসল অভিজ্ঞতা নিয়ে রিপোর্ট করার সাহস বা ইচ্ছে নেই? তাই কি আমাকে নিয়ে এমন ভিত্তিহীন, হয়রানিমূলক মিথ্যে সংবাদ বানাচ্ছেন?

সাংবাদিকতা একটি পবিত্র পেশা। এর উদ্দেশ্য সত্যকে তুলে ধরা, মানুষের কল্যাণে কথা বলা। অথচ আজকাল দেখি কিছু সাংবাদিক শুধুই ভিউ পাওয়ার নেশায়, শিরোনাম বিক্রির নেশায় মিথ্যে প্রচার করছে। বছরের পর বছর লেখাপড়া করে, কষ্ট করে সাংবাদিক হয়েছেন কিসের জন্য? মানুষের আস্থা অর্জনের জন্য, না মানুষকে বিভ্রান্ত করার জন্য?

আমাকে নিয়ে নিউজ করবেন, করুন। তবে সত্যটা বলুন। কারণ মিথ্যে নিউজ শুধু আমার ক্ষতি করে না, এটা পুরো সাংবাদিক সমাজের সম্মান নষ্ট করে। একজন সাংবাদিকের কলম যখন মিথ্যে লিখে, তখন সেটা শুধু একটি মানুষকে নয়, গোটা সমাজকেই ভুল পথে ঠেলে দেয়।

আমি আবারও বলছি—সত্য সংবাদ করুন। মিথ্যে প্রচার বন্ধ করুন। কারণ মিথ্যা দিয়ে কখনোই সত্যকে ঢেকে রাখা যায় না, আর মিথ্যা সাংবাদিকতা মানুষকে একদিনের জন্য আলোচনায় আনলেও, ইতিহাসে কলঙ্কিত করে রেখে যায়। সূত্র : শাবানার নিজ ফেইজবুকে লিখা হুবহু তুলেধরা হল।

মন্তব্য করুন