
খবর ডেস্ক:
চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সশস্ত্র দুর্বৃত্তরা পৌর যুবলীগের সভাপতিসহ ২জনের ওপর হামলা চালিয়েছে। আহত সভাপতি হাসানগীর হোছাইন ও সহ–সভাপতি বেলাল উদ্দিন কামরানকেও একই হাসপাতাল কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা সড়কে এই হামলার ঘটনা ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
এদিকে হামলার ঘটনার পর পৌরশহরে বিক্ষোভ করেন চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, আহত পৌর সভাপতির বড় ভাই এস.এম আলমগীর হোছাইন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের আটক করতে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন– হামলার ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।