
ডেস্ক : ভারতের কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজিবি নেতা নিতেশ নারায়ন কর্তৃক নবী মোহাম্মদ (সা.)কে কটুক্তির প্রতিবাদে আজ শনিবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মুসলমানদের কাছে তাদের পিতা মাতা সন্তান সন্ততি ও টাকা পয়সার চাইতেও প্রাণ প্রিয় হচ্ছে মহানবী হযরত মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাহুআলাইহি ওসাল্লাম। সর্বজন স্বীকৃত বিশে^র সর্বকালের শ্রেষ্ঠ মহা মানব মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) কে নিয়ে কটুক্তি করা অমার্জনীয় অপরাধ। বক্তাগণ বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে বহু মামলা হওয়া সত্যেও ভারতের বিজিবি সরকার অপরাধীদের বিচার করছে না। এতে প্রমাণ করে অপরাধীরা বিজিবি সরকারের ইশারায় এই অপরাধ সংগঠিত করছে। বিশে^র সোয়া শ’ কোটি মুসলমান এ অপরাধকে কোন ভাবেই বরদাশত করবে না। সংগঠনের ঢাকা মহানগরের আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের আমীরে শরিয়ত হযরত মাওলানা আবু জাফর কাসেমী, সিনিয়র নায়েবে আমীর আলহাজ মোহাম্মদ আজম খান, মহাসচিব (ভারপ্রাপ্ত) মুফতি ফখরুল ইসলাম, খেলাফত নেতা মাওলানা আব্দুল কাদের খাদেমুল ইসলামী, আলহাজ আলী মাকসুদ মামুন খান, মাওলানা মুফতি মাহমুদুল হাছান মাহমুদী, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ জাফরী। প্রধান বক্তা আমীরে শরিয়ত মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ভারত সরকার তার নিজ দেশের আইন কানুনকে উপেক্ষা করে সংখ্যালঘু মুসলমানদের উপর অমানুষিক অত্যাচার চালিয়ে আন্তর্জাতিক অপরাধ করে চলছে। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনারকে পরাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তাদের অভদ্রতার প্রতিবাদ জানানো। তিনি বলেন, সরকার প্রতিবাদ না জানালে বাংলাদেশ খেলাফত আন্দোলন অচিরেই ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচী পালন করবে। দলের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, বিজিবি সরকার যদি এভাবে একের পর এক মানবতা বিরোধী কাজ করতে থাকে তাহলে অচিইে একদিন বাংলাদেশের স্বৈরচারী পলাতক হাসিনার মত ভারতীয় জনতার প্রতিবাদ প্রতিরোধের মুখে মোদি সরকারকেও ভারত ছেড়ে পালাতে হবে। সভাপতির ভাষণে মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ বলেন, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজিজি নেতা নিতেশ নারায়নকে বিচার করে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ভারতের উস্কানি মূলক বক্তব্য প্রত্যাহার না করলে তার সকল পণ্য বয়কট এবং বাংলাদেশ থেকে জাতীয় মাছ ইলিশসহ সকল পণ্য রপ্তানি বন্ধ করতে হবে। সভা শেষে একটি মিছিল নিয়ে বায়তুল মোকারম থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।ই