সমালোচকদের ভদ্রতা শেখা উচিত মনে করেন আলিয়া।
1 min read
সমালোচকদের ভদ্রতা শেখা উচিত মনে করেন আলিয়া। হলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি সড়ক ২ মুক্তির পর থেকে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হচ্ছেন।
শুধু তাই নয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তার বাবা মহেশ ভাটকে জড়িয়েও অনেক মন্তব্য শোনা যাচ্ছে।
বাদ যাইনি সমালোচনা হাত থেকে আলিয়া ভাট তবে এ নিয়ে শুরুতে পাত্তা দেননি তিনি।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি অতিরিক্তের দিকে চলে যাচ্ছে বলে জানান অভিনেত্রী আলিয়া।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন হলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা গুলো হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিকই। কিন্তু সেগুলো যাতে আপনাকে দমিয়ে রাখতে না পারে সেটা আপনার হাতেই রয়েছে।
সমালোচনার জবাবে ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘সমালোচনা ও সমালোচকদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। এটি আমি সব সময় স্বাগতম জানাই। তবে সমালোচনা করারও একটি ভদ্রতা আছে। আমার মনে হয় সমালোচকদের ভদ্রতা শেখা উচিত।
আরো পড়ুনঃ আমাদের খবর।
প্রসঙ্গত, ‘সড়ক ২’-এর ট্রেলার মুক্তির পর পরই সমালোচনার মুখে পড়েন মহেশ ভাট।
সেসময় চলচ্চিত্র সমালোচকরা বলেছিলেন, সিনেমাটি মুক্তি পেলেও সুপার ফ্লপ হবে আর হয়েছেও তাই।
এমনকি আইএমডিবিতে ১০ এর মধ্যে সিনেমাটি রেটিং পেয়েছে মাত্র ১.২।
যার ফলে ইতিহাসের অত্যন্ত বাজে সিনেমার তকমা পেয়েছে ‘সড়ক ২’।
আরো পড়ুনঃ পরীমনির বিচ্ছেদের গুঞ্জন ঢাকাই চলচ্চিত্রে।