“সন্ধান চাই”

রুমা উপজেলায় ২নং রুমা সদর ইউনিয়নে আশ্রম পাড়া নিবাসী সিংনুঅং মারমার স্ত্রী- ক্যামাচিং_মারমা, এক সন্তানের জননী গত ০৫/০১/২০২৫ খ্রিঃ রোজ রবিবার সকাল অনুমানিক ৯.৩০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে ব্যক্তিগত কাজে বান্দরবান চলে যায় এবং বিকেলে ফিরে আসার কথা ছিল। কিন্তু বিকেলের পর থেকে তাকে মুঠোফোনে আর কোন সংযোগ পাওয়া যাচ্ছেনা।

গত রাত অনুমানিক ৯.৩০ ঘটিকায় রুমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার সাধারণ ডায়েরি নং-২২০/২০২৫ইং। কোন সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পান তাহলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে জানানোর জন্য সকলকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।

যোগাযোগ ঠিকানা-
মোবাইল-01603060522.
মোবাইল-01553001605.

মন্তব্য করুন