সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি

শৈলুমং মার্মা, রুমা : দুর্গাপূজাকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে সারাদিন ব্যস্ত সময় পার করছেন রুমা আয়োজকরা। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় রা তরুণ-তরুণীরা মণ্ডপ সাজানো, পরিষ্কার পরিছন্ন কাজ থেকে শুরু করে আলোক সজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ নানা কাজে প্রত্তুতি নেওয়া হয়েছে।

পূজার সাজসজ্জা যেন সবার দৃষ্টি কাড়ে, তাই স্থানীয়রা নিজ নিজ উদ্যোগে বাঁশ, রঙিন কাগজ, কাপড় এবং আলোক সজ্জা দিয়ে মণ্ডপ সাজানোর চেষ্টা করছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, এবছরে বান্দরবানে এবার ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১লা অক্টোবর মহানবমী ও ২রা অক্টোবর বিজয়া দশমী অনুষ্টিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গাৎসব এর সফল সমাপ্তি ঘটবে বলে জানান যায় ।

তার মধ্যে রুমা উপজেলায় পূজামণ্ডপে দুর্গাপূজা জাক জমকভাবে অনুষ্ঠিত হবে । পূজার দিনগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিট এক হয়ে কাজ করছে। ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও গ্রাম পুলিশদের নিয়ে বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি জনাক:প্রণলাল দাশ বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আগামী ২৮ তারিখে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় উৎসব আরম্ভ হতে যাচ্ছে । তাই আমরা সর্বোচ্চ উৎসাহ ও ভক্তি দিয়ে প্রস্তুতি নিচ্ছি। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ সাজানো পর্যন্ত সবকিছুই শেষ মুহূর্তের কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে এ বছরও দূর্গাপূজা সম্পন্ন হবে বলে আশাবাদী আমরা। পাহাড়ি- বাংঙালি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। ধর্ম যার যার উৎসব সবার তার ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী জানিয়েছেন, দূর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেটি পূজামণ্ডপে মনিটরিং টিম কাজ করবে বলে জানান।

এদিকে পূজাকে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলোতেও জমে উঠেছে কেনাকাটা। পূজার আগের দিনগুলোতে কাপড়, প্রসাধনী এবং পূজা সামগ্রীর দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ছোট-বড় সবাই নতুন পোশাক, অলংকার এবং নানান সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন আয়োজনকেরা।

আগামী অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীকে কেন্দ্র করে বিশেষ পূজার আয়োজন করা হবে। পূজা উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-মেতেই উঠেছে।

সব মিলিয়ে, রুমা উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন উৎসব মুখ পরিবেশ বিরাজ করছে। পূজা শুরু হতে আর বেশ কয়েকদিন বাকি রয়েছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে সবাই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তরুণ-তরুণীরা।

মন্তব্য করুন