সড়ক উন্নয়নের কাজে এগিয়ে আসলেন রফিক উদ্দীন লাভলু

আবুল কাসেম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দীন লাভলুর সার্বিক সহযোগিতায় চলছে কেঁওচিয়া আছদ আলী সড়কের উন্নয়নের কাজ। এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ সড়কের বিভিন্নস্থানে খানাকন্দে গর্ত হওয়ার কারনে লোকজন চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে সড়ক মেরামতের কাজে এগিয়ে এসেছেন রফিক উদ্দীন লাভলু। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল ২০২৪/২০২৫ অর্থ বছরের এইচ বি বি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ১০নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, মো: মোহসিন। উদ্বোধনকালে জনাব মো: মোহসিন বলেন ১নং ওয়ার্ড আছদ আলী সড়ক মেরামতের জন্য ইউপি সদস্য রফিক উদ্দীন লাভলুর আবেদনের প্রেক্ষিতে এইচ বি বি দ্বারা সড়কের কিছু অংশ চলাচল উপযোগি করতে কাজ শুরু করেছি। ইউপি সদস্য রফিক উদ্দীন লাভলু বলেন এলাকার সাধারণ জনগণ ভোটের মাধ্যমে আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন। প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে যতটুক পেরেছি সরকারী ভাবে এবং নিজ অর্থায়নে এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড ছাড়াও হতদরিদ্র অসহায়ীদের আর্থিক সহযোগিতা করে এসেছি, যে কোন সময় আমি সাধারণ জনগনে পাশে আছি এবং থাকব।

মন্তব্য করুন