সকল ধর্মের মানুষ সমান অধিকার বহন করে: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাইনোরিটি মেজরিটি বুঝিনা এই দেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার বহন করে। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ। ৫ আগস্ট পর দেশ স্বাধীন ও মুক্ত হয়েছে। তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যে রাষ্ট্রের থাকবে না কোন বৈষম্য,কোন চাঁদাবাজি, থাকবেন না দুর্নীতি।

৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারী কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম আমীর ডাঃ শফিকুর রহমান এ কথা বলেন।ই

বীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান। আরো বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

পথসভা শেষে তিনি ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা হোন। সেখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন