
খবর ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে এবং রোজার আগে মার্চে উপজেলা পরিষদের ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের অনুমোদন পেলেই এই দুই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে নারী আসন ও উপজেলা নির্বাচনের বিষয়ে তিনি এসব তথ্য জানান।
ইসি’র অতিরিক্ত সচিব বলেন, ভোটারদের তালিকা আমরা সংসদ থেকে পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে। সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে।
তিনি বলেন, ভোটার তালিকা পাওয়ার পরে আগামী সপ্তাহে কমিশনে তোলা হবে। কমিশন অনুমতি দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে যদি কমিশনের অনুমোদনে তফসিল হয়। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে।
নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা হাতে এসেছে জানিয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সে অনুযায়ী নির্বাচন করার জন্য কমিশন সচিবালয় প্রস্তুত আছে।
কমিশন সিদ্ধান্ত নিলে জানাবো। রোজা শুরুর আগেই উপজেলা ভোট হওয়ার সম্ভাবনা আছে। আসলে তো সব উপজেলা নির্বাচনযোগ্য।
ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা এবং রোজা সবই বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, কমিশন অনুমোদন করলে প্রথম ধাপটা রোজা শুরুর আগেই হতে পারে।