শ্রীদেবী কন্যার সিনেমা করোনার সংকটের মধ্যেই মুক্তি পাচ্ছে।
1 min read
শ্রীদেবী কন্যার সিনেমা করোনার সংকটের মধ্যেই মুক্তি পাচ্ছে। প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে সকল প্রকার গণ জমায়েত বা সিনেমা হল বন্ধ আছে। করোনা ভাইরাসের এই প্রভাব ভারতের বিনোদন জগতে ব্যাপক প্রভাব পড়েছে।
করোনা ভাইরাসের এই সংকট কবে নাগাদ কেটে যাবে তার কোন সঠিক তথ্য এখনও পাওয়া যায় নাই। ভারতের বডিউড প্রযোজকরা অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়া শুরু করেছেন।
গুলাবো সিতাবো, লক্ষ্মী বম্ব, শকুন্তলা দেবীর মতো এবার ওয়েব প্লার্টফর্মে মুক্তি পেতে চলেছে আরও একটি ছবি।
এবার নেটফ্লিক্স-এ মুক্তি পেতে চলেছে ভারতের খ্যাতনাম বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনাঃ দ্য়া কার্গিল গার্ল।
প্লার্টফর্ম নেটফ্লিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেই ‘গুঞ্জন সাক্সেনাঃ দ্য়া কার্গিল গার্লর মুক্তির কথা জানিয়ে টুইট করা হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে ‘বিমান ছেলে কিংবা মেয়ে যেই ওড়াক না কেন, তাকে পাইলট-ই বলে।’ শিগগিরই আসছে…।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গুঞ্জন সাক্সেনাঃ দ্য়া কার্গিল গার্ল-এর গল্প বাস্তব জীবন ভিত্তিক যেখানে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।
ছবিটির প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও জি স্টুডিও।
আরো পড়ুনঃ বাহুবলী খ্যাতনামা অভিনেত্রী রাম্যা কৃষ্ণার গাড়িতে পুলিশি তল্লাশি।
পরিচালনা করেছেন শরণ শর্মা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় যুদ্ধ বিমান উড়িয়েছিলেন শ্রীবিদ্যা রাজন ও গুঞ্জন সাক্সেনা।
আর সেই গুঞ্জন সাক্সেনাই যুদ্ধের সময় আহত সেনাদের সাহায্য করেছিলেন।
জাহ্নবী কাপুর হলেন এক জন ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী।
তিনি ভারতীয় খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী কন্যা। হিন্দি চলচ্চিত্র ধডক দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এই খ্যাতিমান গুণি অভিনেত্রীর জন্ম ৬ মার্চ ১৯৯৭ সাল।
জাহ্নবী কাপুর হলেন একজন ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী।
তিনি ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা। হিন্দি চলচ্চিত্র “ধড়ক” দিয়ে তার বলিউডে অভিষেক হয়।
আমাদের খবরে আরো পুড়নঃ ১০০০ একর জঙ্গল দত্তকের ঘোষণা প্রভাসের।