শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ হত্যা মামলা

খবর ডেস্ক : শেখ হাসিনার বিরুদ্ধে রোববার ঢাকা, রংপুর, নাটোর ও জয়পুরহাটে আরও ৫টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি করে গণহত্যার অভিযোগে একটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সূত্রাপুরে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এছাড়া রংপুরে প্রকৌশলী, নাটোরে কিশোর ও জয়পুরহাটে কলেজছাত্র হত্যায় বাকি তিনটি মামলা হয়। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি মামলা হলো। এর মধ্যে ১৩টিই হত্যা মামলা, আরেকটি অপহরণ মামলা। কোনো কোনো মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ দলটির বহু নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। যুগান্তর সূত্রে।

ঢাকা : মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে মামলাটি করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ-সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, হাসান মাহাবুব খন্দকার, র‍্যাবের সাবেক প্রধান একেএম শহিদুল হক, এনএসআইয়ের সাবেক প্রধান জিয়াউল হাসান, মতিঝিল বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সূত্রাপুরে দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়। নিহত দুই শিক্ষার্থী হলেন-কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী কলেজের ওমর ফারুক।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ মামলাটি করেন নাসরিন বেগম নামে এক নারী। আদালত তার জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানাকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলার অপর আসামিদের মধ্যে আছেন-ওবায়দুল কাদের, শেখ ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

নাটোর : শেখ হাসিনা ও নাটোর সদরের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার দুপুরে নাটোর থানায় মামলাটি করেন শহরের মল্লিকহাটি মহল্লার মনু মিয়ার ছেলে মো. ফজের আলী। তিনি জানান, তার ছেলে ইয়াছিন ইসলাম (১৭) সরকার পতনের আগের দিন অন্যদের সঙ্গে শহরের মাদ্রাসা মোড়ে ছাত্র আন্দোলনে যায়। আসামিরা তাকে মারধর করে শিমুলের জান্নাতি প্যালাসের দোতলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরদিন শেখ হাসিনার পদত্যাগের খবরে শিমুল তার নিজের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরে আটক ইয়াছিনের মৃত্যু হয়।

জয়পুরহাট : কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল হত্যায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ-সদস্য সামছুল আলম দুদুসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে নিহত বিশালের বাবা মজিদুল সরকার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি এজাহার হিসাবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নিহত বিশাল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ৪ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত হন তিনি।

রংপুর : প্রকৌশলী আব্দুল্লাহ আল তাহির হত্যার অভিযোগে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান মামলাটি করেন। নিহত তাহির ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি (ক্রাইম) উৎপল কুমার রায়, কোতোয়ালি থানার ওসি মোন্তাসির বিল্লাহ প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ জুলাই বিকালে নগরীর রামমোহন মার্কেটের সামনে ছাত্র আন্দোলনে আসামিদের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিতে নিহত হন তাহির।

নারায়ণগঞ্জ : আবুল হাসান সজন নামে এক যুবককে গুলিতে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে। সজনের ভাই আবুল বাশার অনিক শনিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, শামীম ওসমান, সেলিম ওসমানসহ আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করেন, আসামিদের নির্দেশে সন্ত্রাসীরা ৫ আগস্ট শহরের মিশনপাড়া এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করে। এতে সজনসহ অনেকে গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজন।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, শামীম ওসমান ও নাসিকের দুই কাউন্সিলরসহ শেখ হাসিনার সব সহযোগীদের আইনের আওতায় এনে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় সিদ্ধিগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন হয়। সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ঢাকেশ্বরী, এনায়েতনগর, ধনকুন্ডা, চৌধুরীবাড়িসহ নাসিক ৮ ও ১০নং ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।যু

মন্তব্য করুন