~~~”শুভ নববর্ষ”~~~

__মো:ওসমান হোসেন সাকিব

সুশীলা নদীর স্রোত বয়ে আসুক
বাংলার জনপদে আজ হাসি ফুটুক
ক্লান্তি-অবসাদের জল্পনা ঘুচুক

শুভ নববর্ষ..শুভ নববর্ষ..শুভ নববর্ষ।

ধর্ম, বর্ণ, গোত্রের বিভেদ ভুলে
মিলি সবে এককাতারে
বাঙ্গালী জাতিসত্তা অক্ষুন্ন রেখে
বরণ করি চলো পহেলা বৈশাখ কে।

শুভ নববর্ষ..শুভ নববর্ষ..শুভ নববর্ষ।

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব অবসান করে
বাঙ্গালীর সমৃদ্ধশালী কৃষ্টিকে সঙ্গী করে
পান্তা-ইলিশ, হালখাতা ও গানের আসরে
পুরোনো র্জীণতা মোচন করি নব বর্ষবরণে।

শুভ নববর্ষ..শুভ নববর্ষ..শুভ নববর্ষ।

শুভ নববর্ষ-১৪৩২ এর অঙ্গীকার _
হিংসা-বিদ্বেষ পরিহার করব
বাংলাদেশী জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ থাকব,
সাম্যের বাংলাদেশ গড়ে তুলব।
______________________________________
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন