শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না, অন্য কাজও করতে হবে: রিজভী

নিজস্ব প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না। পাশাপাশি অন্য কাজও করতে হবে।

২৬ জানোয়ারি রোববার, সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগ পূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আপনারা জুলাই ঘোষণার কথা বলবেন, অনেক সংস্কারের কথা বলবেন কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকলে এ ঘোষণা দিয়ে কিছু হবে না। কাজেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেটকারীদের ধরতে হবে। সাধারণ মানুষকে মোটা চাল ও মোটা কাপড়ের নিশ্চয়তা দিতে হবে। এটা জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে। তারা কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল যে কোনো কারণে হতেই পারে। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে টিয়ারশেল মারতে পারে, লাঠিচার্জ করতে পারে। কিন্তু মিছিলের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গুলি করবে? তাই পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তাহলেই হবে সবচেয়ে বড় সংস্কার।

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমান। সঞ্চালক ছিলেন পাঠাগারের সম্পাদক গোলাম মোস্তফা।

সভায় জিয়াউর রহমান জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।যু

মন্তব্য করুন