শাস্তি পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
1 min read
শাস্তি পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশি ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্সের কারণে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর পরিকল্পনার মধ্যেই টাইগার শিবিরে নিয়ে এল এক দুঃসংবাদ। অফ ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের ম্যাচে স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় ম্যাচেও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।
১৩ রানের পর ৭ রানে আউট হয়ে নিজেই নিজের ওপর হতাশ হয়ে পড়েন এই অলরাউন্ডার।
আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় সীমানার পাশে থাকা বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিকেটের আইসিসির আচরণ বিধি ভঙ্গ করায় রিয়াদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি তাকে দেয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট।
আরো পড়ুনঃ শুধু ঢাকাতেই করোনায় আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি।
একই ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানকে আউট করে অশালীন আচরণ করায় ট্রেন্ট বোল্টের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখেন আইসিসি বোর্ড।
মাহমুদউল্লাহ রিয়াদ এবং ট্রেন্ট বোল্ট দুজনই আইসিসির আচরণ বিধির ২.২ ও ২.৩ ধারা ভেঙেছেন বলে দাবি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ট্রফি হাত ছাড়া করেছে বাংলাদেশ। আগামী বুধবার ডানেডিনে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত ২৪ ঘন্টার করোনা ভাইরাসের আপডেট জানতে দেখুন।