
শামিমা নুর পাপিয়া প্রভাবশালীদের খুশি করেই এবং তার ভিডিও ধারনের কৌশলে শামিমা নুর পাপিয়া এত সম্পদের মালিক হয়েছেন।
গতকাল সোমবার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মামলা তিনটি করেছে র্যাব। রিমান্ডের পর তাদের নরসিংদী নেওয়া হয়।
শামিমা নুর পাপিয়া সহ চার জনকে শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে র্যাব।
সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
(প্রভাবশালীদের খুশি করেই পাপিয়ার এত সম্পদ)।
আরো পড়ুনঃ যুবলীগ নেত্রী শামীমা নুর পাপিয়া।

মদের বারে দিনে আড়াই লাখ টাকা বিলই দিতেন যুবলীগ নেত্রী পাপিয়া।
যুবলীগ নেত্রী পাপিয়াঃ পুরো নাম শামিমা নূর পাপিয়া।
তবে পিউ নামেই তিনি বেশি পরিচিত। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি শামিমা নূর পাপিয়া।
এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা।
তবে এর আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন।
কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচ তারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্নিষ্ট ব্যক্তিদের। আরো পড়ুনঃ মদের বারে বিল দিনে আড়াই লাখ টাকা।