শাপলা চত্বরের লাশগুলো কোথায় গেল? -প্রশ্ন জামায়াত আমীরের

নিজস্ব প্রতিনিধি : ২০১৩ সালের ৫ মে রাতে মারা যাওয়া আলেম-ওলামাদের লাশগুলো কোথায়, জানতে চেয়েছেন বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শহীদ পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে এক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্ন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি জাতি যেখানে দাঁড়ায়, কোনো স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই রাতে শাপলা চত্বরে অনেক অপকর্ম হয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বরের সেই লাশগুলো কোথায় গেল? জানি না। আসুন, সকল শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করি।

জামায়াতের আমীর আরো বলেন, আমার আফসোস এই যুদ্ধের শহীদদের মধ্যে আমি একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয়। এই আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ আহত-নিহত হয়েছেন। এই জাতি আজীবন তাদের কাছে ঋণী।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জেলা আমির মুমিনুল হক, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ম, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিব, জামায়াতের জেলা সেক্রেটারি জাকির হোসাইন, মহানগর জেলা সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও আবু সাঈদ মুন্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।ই

মন্তব্য করুন