শান্তিময় বাঁশখালী গড়ে তোলার অঙ্গীকার নৌকার প্রার্থী মোস্তাফিজের

খবর ডেস্ক :
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত প্রার্থীরা বিরামহীন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী গতকাল শুক্রবার পুকুরিয়া এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পুকুরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, এমপি কন্যা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, যুবলীগ নেতা ফরিদ আহমদসহ স্থানীয় জনসাধারন সাথে ছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী জাতির জনকের স্বপ্নের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌকা প্রতীকে রায় দেওয়ার আহবান জানান। তিনি অতীতের সকল ভ্রান্তি ভুলে তাকে বিজয়ী করলে শান্তিময় ও সুশৃংখল বাঁশখালী গড়ে তোলার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন