tag: শচীনের হাতছোঁয়ার অনুভূতির কথা জানালেন যুবরাজ। Cricket আমাদের খবর
Mon. Nov 30th, 2020

আমাদের খবর

খবরের সাথে সব সময়

শচীনের হাতছোঁয়ার অনুভূতির কথা জানালেন যুবরাজ।

1 min read
শচীনের হাতছোঁয়ার অনুভূতির কথা

শচীনের হাতছোঁয়ার অনুভূতির কথা জানালেন যুবরাজ। ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং এর কথায় বুঝা গেল যে খ্যাতিনামা তারকাদেরও যে তারকা আছে।
লিটল মাস্টার ও সতীর্থ শচীনের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন এই সাবেক অলরাউন্ডার।
যুবরাজ সিং শচীনের সাথে হাত মিলানোর পর তার হাতের স্পর্শের অনুভূতি যেন শেষ না হয়ে যায় তাই তিনি দীর্ঘ সময় ধরে হাত ধুতে চাননি। তার এই অনুভূতি নেটফ্লিক্সের একটি ভিডিওতে জানিয়েছেন তিনি।

ভারতে যুবরাজের অভিষেক হয় ২০০০ সালে এবং রীতিমতো আনন্দের মেতে ছিলাম তখন। যাদের ভক্ত আমি, তাদের সঙ্গে

মাঠে নামার সুযোগ পেয়েছি। সে এক ভাষায় প্রকাশহীন আনন্দ। তিনি সবসময় গাঙ্গুলী, টেন্ডুলকার, শ্রীনাথ, দ্রাবিড়, কুম্বলে,–

দলে সব বড় ক্রিকেটাররা ছিলেন। হঠাৎই মনে হতো, এ আমি কোথায় আছি!

এর পরই শচীন প্রসঙ্গে কথা বলেন যুবরাজ।

তিনি বলেন যে আমি টিম বাসের পেছনের সিটে বসতাম। আমার মনে আছে– একদিন শচীন হঠাৎ আসেন এবং আমি, জহির,

বিজয় দাহিয়া, যারা নতুন ছিলাম, তাদের সঙ্গে হাত মেলাই।

আমি শচীন টেনডুলকার এর শরীরে হাত স্পর্শ করেছিলাম যখন তিনি সিটে বসেছিলেন আমি গোসল করতে চাইছিলাম না; কারণ আমি শচীনের সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম।
যুবরাজ ভিডিওতে আরও জানান শচীন টেনডুলকারকে ভারতীয় ক্রিকেটের মাইকেল জর্ডন বলে আখ্যায়িত করেছেন।

২০০০ সালের ৩ অক্টোবরে কেনিয়ার বিপক্ষে অভিষেক ঘটে যুবরাজের। ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৩০৪ ম্যাচ খেলে তিনি ১৪ সেঞ্চুরি এবং ৮ হাজার ৭০১ রান করেন ৫২ হাফ সেঞ্চুরিতে । চল্লিশ টেস্টে ১ হাজার ৯০০ রান করেছেন। এর মধ্যে ৩টি সেঞ্চুরি করেছেন এবং ১৩২টি আইপিএল খেলে ২ হাজার ৭৫০ রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *