লোহাগাড়ার ২ যুবককে চট্টগ্রাম এনায়েত বাজার থেকে অস্ত্রসহ গ্রেপ্তার

খবর ডেস্ক :
নগরীর এনায়েত বাজারের জুবিলি রোড থেকে ১টি বিদেশী পিস্তলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, লোহাগাড়া থানার সেনেরহাটের মো. রাকিবুর রহমান মুজিব ও একই থানার মুন্সিপাড়ার রবিউল হাসান সাগর। এ সময় অজ্ঞাতনামা আরো ৩জন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার রোডের মনোয়ার ট্রেডিং নামের ১টি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার এসআই সজীব কুমার আচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা পুলিশ দেখে পালাচ্ছিল। ধাওয়া করে ২ যুবককে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত রাকিবের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান এসআই সজীব কুমার আচার্য্য।

মন্তব্য করুন