
মাহমুদুল হক চৌধুরী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবস্থিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৩-২৪ সালের ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১১ ডিসেম্বর) সোমবার, সকাল ১১ টায় আধুনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা, দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব।
আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট লেখক মাষ্টার মোহাম্মদ হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাছান।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান জনাবা সৈয়দা সুফিয়া খাতুন, সাদ গ্রুপের ডিএমডি নুরে ইয়াসমিন ফাতেমা, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডিএমডি আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের,বিশিষ্ট ব্যবসায়ী আবু কাওসার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট এর সহ- সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, আজীবন দাতা সদস্য মোহাম্মদ আবু তাহের, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালেদ জমীল, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের, বিশিষ্ট শিল্পপতি সাহাব উদ্দিন চৌধুরীসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।