লোহাগাড়ায় ১অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

খবর ডেস্ক :
লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকার পশ্চিমে পাহাড়ি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে গিট লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ১ অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুলপাগলি এলাকার পশ্চিমে পাহাড়ি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল কবির সাংবাদিকদের বলেন, দুপুরে আমার পেপে বাগানের পার্শ্ববর্তী পাহাড়ে আবুল ফয়েজ নামে ১ ব্যক্তি পানের বরজের বাঁশ বাঁধার জন্য লতা কাটতে যান। এ সময় লাশটি দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে আমিসহ এলাকার মানুষ গিয়ে দেখি লাশটি দেখতে পাই এবং থানা পুলিশকে খবর দিই।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন সাংবাদিকদের বলেন, ৪নং ওয়ার্ডের চৌকিদার রুবেল আমাকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছে। খোঁজ নিয়ে নিহত নারী আমাদের এলাকার নয় বলে ধারণা করা হচ্ছে, লাশের অবস্থা দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ৩/৪ দিন আগে অন্য কোন এলাকার মেয়েকে হত্যা করে আমাদের এলাকায় ফেলে চলে গেছে।

তিনি আরও বলেন, লাশের পরনে ছিল কালো বোরকা বয়স আনুমানিক ২৮/৩০ বছর হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয়রা তরুণীর মৃতদেহটি দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের গলায় ওড়না পেঁচানো গিট লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণীকে হত্যা করে লাশ গুম করার জন্য পাহাড়ি এলাকায় ফেলে যাওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন