
নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম ওরফে ডাম্পার খোরশেদ (৫৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত ৩ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১০টায় সদর উপজেলার আমিরাবাদ মোটর স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোরশেদ আলম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার মৃত ছগির আহম্মদের পুত্র। জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।