ফটিকছড়ি ও লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃ*ত্যু-২

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ার্কশপের দোকানে শয়ন নাথ (১৫) নামে ১ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ জুলাই (বুধবার) বেলা আড়াইটার দিকে ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের ঈদগাহ’র দক্ষিণ পাশে জসিম সওদাগরের দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই কিশোর উপজেলার শান্তিরহাট দক্ষিণ নাথ পাড়া এলাকার শিপন নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো: আকিবসহ অন্যান্যরা বলেন- ছেলেটি দোকানে একা শায়িত অবস্থায় ছিল। পার্শবর্তী দোকানদারেরা গিয়ে দেখতে পায় বিদ্যুতের লাইনের সাথে লাগানো স্টিলের লোহার সাথে লাগোয়া অবস্থায় সে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- একটি ছেলেকে মেডিক্যাল নিয়ে আসা হয়। সে মৃত অবস্থায় ছিল। পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।আ

লোহাগাড়ার বড়হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলমগীর (৩২) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হামিদের বাপের পাড়াস্থ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আলমগীর ওই এলাকার কালু মিয়ার পুত্র ও ৩ সন্তানের জনক। তিনি পেশায় টমটম চালক।

স্থানীয় রুবেল ও তারেক জানান, ঘটনাস্থলে একটি কুয়ার পানি শুকিয়ে মাছ ধরার জন্য বোম মোটর স্থাপন করে তারা। গতকাল মঙ্গলবার থেকে ওই মোটর চলছিল। ঘটনার সময় মোটরের গোড়া দিয়ে পানি সরছিল। সেটি বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীর।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা সদরের ১ বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কফিল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট ১ যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।আ

মন্তব্য করুন