লোহাগাড়ায় বাসচাপায় বৃদ্ধা আয়েশার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হওয়ার সময় গ্রীণলাইন পরিবহনের বাসের চাপায় আয়েশা বেগম (৭০) নামে ১ বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত আয়েশা বেগম উপজেলার পদুয়া খন্দকার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউনুচের স্ত্রী।

৪ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া সুইচ পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ জানান, মেয়ের শ্বশুর বাড়ি থেকে সকালে বাড়ি ফিরছিলেন আয়েশা বেগম। পথে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী গ্রীণলাইন বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মুহাম্মদ ইরফান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন