
নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়ায় টিলা কাটার অপরাধে ১ব্যক্তিকে ৫০লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির বলে জানাযায়।
সূত্রে গত ১৬ জুন দুপুর ১২টার দিকে ইউনিয়নের কুলপাগলি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, কুলপাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এস্কেভেটর দিয়ে টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়।
এই সময় ঘটনাস্থলে টিলা কাটার কাজে জড়িত নুরুল কবিরকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫০লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।