
রুশমী আক্তার : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে ঘাতকের হাতে পল্লী ডাক্তার নুরুল হক (৫২) নির্মমভাবে খুন হয়েছেন।
২৪ মার্চ (সোমবার) ইফতারের পূর্বে বাজার চত্বরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ কৌশলে ঘাতক রাজিব বড়ুয়াকে আটক করেন।
ডাক্তার নুরুল হক’র বাড়ি কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান (৬ নং) ওয়ার্ডস্থ বলি পাড়ায়। তাঁর পিতার নাম মৃত আজিজুর রহমান। ঘাতক রাজিব বড়ুয়ার বাড়ি ইউনিয়নের পূর্ব কলাউজানের (৭ নং) ওয়ার্ডস্থ জয়নগর বড়ুয়া পাড়ায়। তার পিতার নাম খোকা বড়ুয়া। বিষয়টি নিশ্চত করেছেন নিহতের বড় ভাই নুরুল আমীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ১জন মাদকসেবী লোক। ঘটনার সময় ঘাতক রাজিব বড়ুয়া নিহত ডাক্তারের দোকান চত্বরে বসে তার অপর সহযোগী নিয়ে মাদকদ্রব্য সেবন করছিল। ওই সময় নিহত ডাক্তার নুরুল হক ঘটনাটি দেখে তার প্রতিবাদ করে। প্রতিবাদকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পার্শ্ববর্তী টেইলারের দোকান থেকে কাচি এনে রাজিব বড়ুয়া নিহতের মুখমন্ডলে আঘাত করলে ডাক্তার নুরুল হক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ হাসান আহতকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ‘ঘাতক’ স্থানীয় জনতার নিকট আটক আছে বলে জানা যায়