লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে অস্ত্র ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সাড়ে ৮ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার সময় গোপন সূত্রে খবর আসে ১০-১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং অস্ত্র-শস্ত্র নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছে; এমন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সকাল ৮:৩০ টার সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশিকালে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। তল্লাশি চলাকালীন আরও ৭ ডাকাত পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলমান।

আটককৃতরা হলেন- বাঁশখালীর পশ্চিম কাথারিয়ার নুরুল আলমের পুত্র আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ ফুলতলার মৃত জেয়াবল হোসেনের পুত্র ছাদেকুর রহমান (৩১), চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ বাজারপাড়ার মো: মাসুকের পুত্র কামাল (৩৫) ও চকরিয়া পূর্ব ভেওলা সিকদার পাড়ার মৃত আলমগীর ফারুকের পুত্র কেফায়েত হোসেন (২৪)।

আটক আবুল কাশেম ওরফে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিঁধেল চুরিসহ অন্যান্য ধারায় ডজন খানেক মামলা রয়েছে। আটক কামালের বিরুদ্ধে অস্ত্র এবং সিঁধেল চুরির দুইটি মামলা রয়েছে।

এ সময় তাদের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি টিপছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল, একটি পোর্টেবল হার্ডডিস্ক উদ্ধার করা হয় ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ ডাকাতদলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হই, শুক্রবার সকালে তাদেরকে যথাযথ আইনে আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহার পূর্বে ঈদ নিরাপত্তা অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ১০ জন গরু চোর এবং ৯ জন চিহ্নিত ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। যার কারণে ঈদের আগে লোহাগাড়া থানা এলাকায় চুরি-ডাকাতির মতো সম্পত্তি সংক্রান্ত কোনো অপরাধ ঘটেনি।আ

মন্তব্য করুন