
অনলাইন ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনের আলভিতো পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশীয় আমেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে শারমিন’স কেক। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় শতাধিক পরিবারবর্গ নিয়ে এ পিঠা উৎসবটি পালিত হয়।
শারমিন’স কেক এর কর্ণধার শারমিন আক্তার তুকি বলেন, দেশের কৃষ্টি, সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই পিঠা উৎসবের আয়োজন করা।
লিসবনে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর হাতের তৈরি দেশীয় পিঠা যেমন, নকশী পিঠা, মুগ পাকন পিঠা, বিবিখানা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, নারকেল পুলি পিঠা ও ভাপা পিঠাসহ নাম অজানা নানারকম পিঠার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নারী উদ্যোক্তা রুনা আক্তার রিপা, রুমানা পারভিন, ইশিতা হায়দার, ইশরাত জাহান ইতি ও ফাতেমা রহমান জোতি।
এছাড়াও বিশেষ আকর্ষন হিসেব ছিলো নারীদের বালিশ খেলা ও পুরুষদের বল নিক্ষেপ খেলা এবং শিশু কিশোরদের ফুটবল খেলা। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি মো: এনামুল হক,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদাক শহীদ আহমদ প্রিন্স,বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, সাব্বির হুসাইন, যুবরাজ শাহাদাত, জনি,ও শিমুলসহ আরো অনেকে।ই