
মোহাম্মদ আবুল হাশেম: গত ৭ জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে পায়ে পেরাক (কাটাতার) ঢুকে মোঃ বাবরের। সেই থেকে পায়ে ইনফেকশন শুরু হয়। বর্তমানে ক্যানসার ধরা পড়ে। তার পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়।
ক্যানসারের চিকিৎসা ব্যয়ে বাবর এখন নিঃস্ব হয়ে গেছে। কিছুদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলনা ক্যানসারে আক্রান্ত বাবর। বাবরের বিনা চিকিৎসায় দিন কাটছে এমন সংবাদ পেয়ে ছুটে যান লামা উপজেলার মানবিক মানুষ মোঃ আইয়ুব আলী কোম্পানী।
আজ চিকিৎসার জন্য ক্যানসার আক্রান্ত বাবরকে অর্থ সহায়তা দিলেন মোঃ আইয়ুব আলী কোম্পানী।
মোঃ বাবর (৫৫) লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকার মৃত- করিমুল মোস্তফার ছেলে।লামা- বান্দরবান।
দীর্ঘ দিন ধরে অসহায় মানুষের পাশে দাড়িয়ে অর্থ সহায়তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন লামার মানবিক মানুষ মোঃ আইয়ুব আলী কোম্পানী